Blog Image

১৯তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের পর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর আগে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হবে। তার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

বুধবার বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম।

১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে আমরা একটি কমিটি গঠন করেছি। এই কমিটি নতুন নিয়োগ বিধি অনুযায়ী পরীক্ষার সিলেবাস তৈরি করবে। এছাড়া প্রশ্নপত্রের ধরণ, মডারেশনসহ অন্যান্য বিষয়ও চূড়ান্ত করবে। কমিটির সুপারিশের পর শূন্য পদের তথ্য সংগ্রহ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এটি করতে কিছুটা সময় লাগবে।’

শিক্ষক নিয়োগের সংশোধিত বিধির পরিপত্র জারি হতে পারে আগামী সপ্তাহে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নতুন বিধি তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য একটি খসড়া তৈরি করে তা অনুমোদনের জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিধি অনুমোদনের কার্যক্রম একেবারে শেষ পর্যায়ে থাকায় আগামী সপ্তাহে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএর মাধ্যমে। প্রতিষ্ঠানটি প্রথমে নিবন্ধন পরীক্ষা নেয়। এরপর গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের সুপারিশ করে থাকে। এর ফলে প্রার্থীদের দুইবার আবেদন করতে হয়। এছাড়া নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে অনেকের বয়স শেষ হয়ে যায়। পরবর্তীতে তারা আর গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না। 

মন্ত্রণালয় জানিয়েছে, এসব অসামঞ্জস্যতা দূর করতে এনটিআরসিএর নিয়োগ বিধি বা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধি সংশোধন করা হচ্ছে। সংশোধিত খসড়ায় শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির পরীবর্তে নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করা হবে। এছাড়া বিজ্ঞপ্তিতে আবেদনের দিন থেকে প্রার্থীর বয়স হিসাব করা হবে। 

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাধ্যমিক-২) মো. হেলালুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধিতে কিছু পরিবর্তন করা হবে। আগামী সপ্তাহে সংশোধিত বিধির পরিপত্র জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়।’